Last Updated: January 18, 2014 14:34

পার্ক স্ট্রিটের ঘটনায় তাঁর তদন্ত মনোমত না হওয়ায় তাকে বদলি করেছিল রাজ্য সরকার। এবার সেই দময়ন্তী সেনকেই দক্ষ অফিসারের সার্টিফিকেট দিয়ে তার হাতে মধ্যমগ্রাম কাণ্ডের তদন্তভার তুলে দিতে চাইল রাজ্য। মধ্যমগ্রাম কাণ্ডে কেন সিবিআই তদন্ত হবে না তা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। তার উত্তরেই আদালতে রাজ্যের তরফে দময়ন্তী সেনকে মধ্যমগ্রাম কাণ্ডের তদন্তভার তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন নির্যাতিতার পরিবার। ৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবন থেকে এই সাক্ষাত্-এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। এর আগে দোষীদের শাস্তির দাবি জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কামদুনি ও খরজুনা গ্রামের বাসিন্দারাও।
First Published: Saturday, January 18, 2014, 14:34