Last Updated: July 16, 2013 11:57

আট বছর আগে মহারাষ্ট্র সরকারের নিষিদ্ধ হওয়া ডান্স বার খোলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে মহারাষ্ট্রে ডান্স বার বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। বোম্বে পুলিসের বিশেষ সংশোধনী আইন প্রয়োগ করে মহারাষ্ট্রের সব ডান্স বার নিষিদ্ধ করা হয়।
কারণ হিসাবে দেখানো হয় ওইসব বারে অশ্লীল, কুরুচিপূর্ণ নাচে মূল্যবোধ নষ্ট হচ্ছে। সেইসঙ্গে নারী পাচার, দেহব্যবসাতেও মদত দিচ্ছে ওইসব ডান্সবারগুলি। এরপরই আদালতের দ্বারস্থ হন বারের মালিক, কর্মীরা।
First Published: Tuesday, July 16, 2013, 11:57