Last Updated: September 17, 2013 16:56

পর্যটনের নতুন দিগন্ত ছোঁয়ার আশায় সিচুয়ান প্রদেশে আকাশ ছোঁয়া বিমানবন্দর তৈরি করল চিন। গার্জিতে অবস্থিত এই দাওচেং ইয়াডিং বিমানবন্দর সমুদ্র পৃষ্ঠ থেকে ৪,৩৩৪ মিটার উঁচু। পৃথিবীতে উচ্চতম। বাকি চিনের সঙ্গে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে পৌঁছানোর সময়সীমাও কমিয়ে দেবে এই বিমানবন্দর।
১৪,৪৭২ ফুট উঁচু এই বিমানবন্দর তৈরি করতে ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এই বিমানবন্দরের মাধ্যমে ২,৮০,০০০ যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন। তাছাড়া এই বিমানবন্দর সারা পৃথিবীর কাছে খুলে দিল ইয়াডিংয়ের অপরূপ প্রকৃতির দরজা।
চেংদু থেকে মঙ্গলবারই প্রথম উড়ান ছাড়ল দাওচেং ইয়াডিংয়ের উদ্দেশ্যে। আগে চেংদু থেকে ইয়াডিং যেতে সময় লাগত দু`দিন। কিন্তু দাওচেং ইয়াডিং সৌজন্যে সেই সময় কমে দাঁড়াল ৬৫ মিনিটে।
First Published: Tuesday, September 17, 2013, 16:56