দারা সিংয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক

দারা সিংয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক

দারা সিংয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনকদারা সিং এখনও সঙ্কটজনক। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। সোমবার দুপুরে তাঁর চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তার প্রবীন অভিনেতার স্বাস্থ্য সম্মন্ধে প্রেস বিবৃতি দিয়ে জানান এখনও ভেন্টিলেটরে রয়েছেন বিখ্যাত কুস্তিগীর। তাঁকে দেওয়া হচ্ছে ঘুমের ওষুধও। অবস্থার উন্নতি হলে তাঁর সিটি স্ক্যান করা হবে। একমাত্র সিটি স্ক্যানের সাহায্যেই তাঁর অসুখের জটিলতা বোঝ সম্ভব বলে জানিয়েছেন চিকিত্সক।

শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন দারা সিং। কুস্তিতে খ্যাতি লাভের পাশাপাশি বলিউড ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন ভারতের এই বর্ষীয়ান ক্রীড়াবিদ। শেষবারের জন্য তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল  ইমতিয়াজ আলির জব উই মেট ছবিতে। কারিনা কাপুরের দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয় ছাড়াও ছবি পরিচলনা ও প্রযোজনার কাজও করেছেন দারা সিং।










First Published: Monday, July 9, 2012, 21:28


comments powered by Disqus