পাহাড়ে আন্দোলনের জেরে রাজ্যের ক্ষতি ৭০ কোটি টাকা, মোর্চার কাছে সেই টাকা ক্ষতিপূরণ দাবি করল সরকার

পাহাড়ে আন্দোলনের জেরে রাজ্যের ক্ষতি ৭০ কোটি টাকা, মোর্চার কাছে সেই টাকা ক্ষতিপূরণ দাবি করল সরকার

পাহাড়ে আন্দোলনের জেরে রাজ্যের ক্ষতি ৭০ কোটি টাকা, মোর্চার কাছে সেই টাকা  ক্ষতিপূরণ দাবি করল সরকারবিভিন্ন আন্দোলনের নামে লাগাতার বনধের জেরে পাহাড়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ কোটি টাকা। ক্ষতিপূরণ বাবদ সেই টাকা এবার গোর্খা জনমুক্তি মোর্চার কাছে দাবি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার হাইকোর্টে রাজ্যের তরফে পেশ করা হলফনামায় এমনটাই জানানো হয়েছে।

পাহাড়ে লাগাতার বনধের জন্য গোর্খা জনমুক্তি মোর্চার কাছে ৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে রাজ্য সরকার। হাইকোর্টে হলফনামার আকারে এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাহাড়ে অচলাবস্থা নিয়ে এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল লাগাতার বনধ বেআইনি ও অসাংবিধানিক. বনধের কারণে পাহাড়ে ক্ষতি হয়েছে একাধিক সরকারি ও বেসরকারি সম্পত্তির। ক্ষতিপূরণের সেই অঙ্ক, রাজ্য হলফনামা দিয়ে জানাতে বলে হাইকোর্ট. গোর্খা জনমুক্তি মোর্চা কেন
এই ক্ষতিপূরণ দেবে না, তাও রাজ্যকে হলফনামায় জানাতে বলেছিল হাইকোর্ট। রাজ্য ক্ষয়ক্ষতির যে হিসেব দিয়েছে, তারমধ্যে রয়েছে চা শিল্প, পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য, কেন্দ্রীয় বাহিনী বাবদ খরচ এবং সরকারি সম্পত্তি নষ্টের খতিয়ান।

২০১২-এর অগাস্ট মাসের সঙ্গে ২০১৩-এর অগাস্ট মাসের তুলনা করে দেখানোহয়েছে, সব ক্ষেত্রেই রাজ্যের আয় কমেছে কমপক্ষে ৫০%। সেপ্টেম্বরের কিছুদিন ধরলে, ক্ষতির পরিমাণ ৭০ কোটি টাকা ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে. জনতা কার্ফুকেও অসাংবিধানিক আখ্যা দিয়েছে হাইকোর্ট. জনতা কার্ফু ও ঘর ভিতর জনতা, মোর্চার নানা আন্দোলনের কারণেই রাজ্যের এই পরিমাণ ক্ষতি বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে। এর ফলে মোর্চা আরও চাপে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
 

First Published: Friday, September 6, 2013, 11:11


comments powered by Disqus