Last Updated: June 24, 2013 15:00

সব মেয়েরাইতো আসলে দশভুজা। অদৃশ্য আরও চার জোড়া হাত সঙ্গে করে সমান ছন্দে সাজিয়ে তোলে ঘরেবাইরে।
সেই দশভুজাদের মধ্যে সেরাদের অন্বেষণে প্রত্যেকবারের মতো এবারও হাজির ২৪ ঘণ্টা। আপনার রূপের সঙ্গেই কী পাল্লা দিয়ে ছোটে আপনার বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব? তাহলে চলে আসুন আমাদের অডিশনে। জুলাইয়ের শেষ সপ্তাহে কলকাতায় প্রথম অডিশন।
বিস্তারিত জানতে চোখ রাখুন ২৪ঘণ্টা.কম-এ। লাইক করুন ফেসবুকে ২৪ ঘণ্টার দশভূজা পেজ।
http://www.facebook.com/Dashabhuja2013
First Published: Monday, June 24, 2013, 15:03