Last Updated: June 12, 2012 18:51

মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের পরদিনই রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন ভীরাভলি সুন্দরম সম্পথ। এদিন নির্বাচন কমিশনের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সরকারি অধ্যাদেশ জারি কথা জানান অষ্টাদশ মুখ্য নির্বাচন কমিশনার।
আগামী কমিশনের তরফে ১৬ জুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। সে দিন থেকেই শুরু হবে মনোনয়নপত্র তোলার কাজ। ৩০ জুন মনোনয়নপত্র পেশ করার শেষ দিন। ২ জুলাই মনোনয়নপত্র পরীক্ষা করবে নির্বাচন কমিশন। প্রথা মতোই রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন রাজ্যসভার প্রধান সচিব। ৪ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯ জুলাই রাজধানী দিল্লি-সহ দেশের সবক`টি রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ২২ জুলাই হবে ভোটগণনা।
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, লোকসভা ও রাজ্যসভার মোট ৭৭৬ জন সাংসদ এবং ৪,১২০ জন বিধায়ক এবারের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন। ইলেকটোরাল কলেজের মোট ভোটমূল্য ১০,৯৮,৮৮২। এর মধ্যে সাংসদদের ভোটমূল্য ৫,৪৯,৪০৮ এবং বিধায়কদের ভোটমূল্য ৫,৪৯,৪৭৪। আগামী ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিলের কার্যকাল শেষ হচ্ছে। সম্ভবত তাঁর পরদিনই রাইসিনা হিলে তাঁর উত্তরসূরির আনুষ্ঠানিক পদার্পণ ঘটবে।
First Published: Tuesday, June 12, 2012, 18:51