Last Updated: December 26, 2013 10:42

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল পুত্রবধূ ও বিবাহিত নাতনির বিরুদ্ধে। ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বৃদ্ধা।
সম্প্রতি নিজের দেড় কাঠা জমি প্রোমোটারকে দিয়েছিলেন কসবার তুহিন দত্ত লেনের বাসিন্দা ৮২ বছরের কুসুম যাদব। চুক্তি হয় প্রোমোটারের বানানো বহুতলের এক তলায় ফ্ল্যাট পাবেন বৃদ্ধার তিন ছেলে। চার তলায় পাবেন বৃদ্ধার সেজ ছেলে। লেনদেনের এই হিসেব মনঃপূত হয়নি বৃদ্ধার সেজ বৌমা বাসন্তী যাদবের।
চুক্তির পর থেকেই বৃদ্ধার ওপর শুরু হয় অত্যাচার। নিচের তলায় ফ্ল্যাট দেওয়ার দাবিতে বৃদ্ধা কুসুম যাদবকে সেজ বৌমা বাসন্তী যাদব মারধর করত বলেও অভিযোগ। বাসন্তীকে সাহায্য করত বৃদ্ধার নাতনি কিরণ মণ্ডল। কিরণ ইতিমধ্যেই বিবাহিতা। সমস্যা চরম আকার নেয় বুধবার। এ দিন রাত আটটা নাগাদ কুসুম দেবীর গায়ে বাসন্তী ও কিরণ কেরোসিন ঢেলে দেয় বলে অভিযোগ। কোনও রকমে বড় ছেলের বাড়িতে গিয়ে পালিয়ে বাঁচেন বৃদ্ধা।
বৃদ্ধার বড় ছেলের অভিযোগ, প্রোমোটারের সঙ্গে যোগসাজশ করে পুরো অংশের দখল নিতেই এই কাজ করেছে অভিযুক্তরা।
ঘটনার পরই বাসন্তী যাদব ও কিরণ মণ্ডলের নামে কসবা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Thursday, December 26, 2013, 10:42