Last Updated: March 19, 2014 18:09

বিশ্বের সেরা অন্তর্বাস মডেলের সার্টিফিকেট পেলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। ডিজাইনার টমি হিলফিগারের মতে বেকহ্যামই পৃথিবীর সেরা অন্তর্বাস মডেল। হিলফিগার বলেন, "আমি অনেক রকম অন্তর্বাস মডেল দেখেছি। কিন্তু আমরা সকলেই চাই আমাদের যেন ডেভিড বেকহ্যামের মতো দেখতে লাগে। বেকহ্যামকে দেখলে শতাব্দীর সেরা অন্তর্বাস মডেল মনে হয়।"
২০০৭ সালে এম্পোরিও আর্মানির ফটোশুটে স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে প্রথমবার স্ট্রিপ করেন বেকহ্যাম। এরপর ২০১২ সালে নিজের অন্তর্বাস কালেকশন লঞ্চ করেন বেকহ্যাম। তখনই তিনি নিজেই ছিলেন মডেল। তারপর থেকে নিজের ব্র্যান্ডের মডেলিং নিজেই করে চলেছেন বেকহ্যাম।
First Published: Wednesday, March 19, 2014, 18:09