Last Updated: June 9, 2014 20:58

ডেভিড ক্যামেরনের ন্যানির কিছু উত্তেজক ছবি প্রকাশিত হয়েছিল অনলাইন। তার মধ্যে পাঁচটি ছবিতে তাঁকে নগ্ন কামাতুর রূপে দেখা যাচ্ছে। আর এই ছবিগুলোই নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। ছবিগুলোকে `প্রতিশোধ পর্ন` হিসেবে ব্যাখ্যা করেছে একটি চ্যারিটি সংস্থা।
ডেভিড ক্যামেরনের পরিবার যখনই ছুটি কাটাতে গেছেন সঙ্গে দেখা গিয়েছে এই মহিলাকে। ক্যামেরন পত্নী সামান্তার অতি ঘনিষ্ঠ তিনি। আশাঙ্কা করা হচ্ছে, হয়তো বা কোনওরকম ব্ল্যাকমেলের শিকার হয়েছিলেন তিনি। তবে মহিলা জানিয়েছেন, তাঁর কোনও প্রাক্তন প্রেমিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ছবিগুলি পোস্ট করেছেন। ছবিগুলি প্রকাশ করা হয়েছে একটি অ্যাডাল্ট সাইটে। ছবির পাশে রয়েছে ভিডিও এবং ওয়েবক্যাম চ্যাটের অপশনও। যদিও, মহিলার মহিলার নাম বা অন্যান্য পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি ছবিতে।
এই ধরণের ঘটনা বিদেশে রিভেঞ্জ পর্ন হিসেবে প্রচলিত। ইউকে সেফার ইন্টারনেট সেন্টার লওরা হিগিংস জানাচ্ছেন, এইসব ক্ষেত্রে প্রতিশোধ নিতে মানুষ অন্যের ফেসবুক প্রোফাইল, মেসেজ বা পরিবারের সদস্যদের ছবিও ব্যবহার করে থাকে। এই ঘটনা হামেশাই ঘটে থাকে এবং যেকোনও কারও ক্ষেত্রেই ঘটতে পারে বলে জানিয়েছেন লওরা। তিনি যুক্ত রয়েছেন তিনটি অনলাইন সেফটি সংস্থার সঙ্গে। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর এত কাছের কোনও ব্যক্তির সঙ্গে এরকম ঘটনায় দেশে আলোড়ন ওঠা উচিত্। তবে আমার মনে হয় এর মধ্যে অন্য কোনও উদ্দেশ্যও থাকতে পারে।"
ডওনিং স্ট্রিটের তরফে কোনও বিবৃতি জারি করা না হলেও ঘটনায় সন্ত্রস্ত ন্যানি।
First Published: Monday, June 9, 2014, 20:58