সোমদেবদের বিরুদ্ধে ডেভিস কাপে খেলতে ভারতে আসছেন জোকার

গরম শেষে ভারতের অতিথি টেনিসের জোকার

গরম শেষে ভারতের অতিথি টেনিসের জোকারগরম শেষ হলেই ভারতের অতিথি এবার বিশ্ব টেনিসের আদরের জোকার। ওয়ার্ল্ড গ্রুপের প্লে -অফে সেপ্টেম্বরে ভারতের মাটিতে সোমদেবরা খেলবেন সার্বিয়ার বিরুদ্ধে। যে টাইয়ে খেলবেন বিশ্বের দু নম্বর নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় চোট না থাকলে ডেভিস কাপ খেলতে ভারতে আসছেন নোভাক জকোভিচ।

গত বছর ডেভিস কাপে রানার্স হয় সার্বিয়া। নোভাক জকোভিচের উত্থানের পর ডেভিস কাপে দুরন্ত পারফরম্যান্স করছে সার্বিয়া। ২০১০ সালে চ্যাম্পিয়নও হয় তারা। জকোভিচ ছাড়াও সার্বিয়ার হয়ে খেলবেন জাঙ্কো টিপসারোভিচের মত শীর্ষস্থানীয় খেলোয়াড়। সোমদেব-সোনমের কাছে যেটা বেশ কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।

প্রথমবার কোরিয়ার মাটিতে কোরিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপের প্লে -অফে ওঠে ভারত হারাল ৷ বুসানে সোমদেবরা জেতেন ৩ -১ ব্যবধানে।

First Published: Tuesday, April 8, 2014, 20:58


comments powered by Disqus