Last Updated: May 20, 2014 14:08

দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের প্রাক্কালে নিজের ঠিকানা বদলে ফেললেন দাউদ ইব্রাহিম। পাক-আফগান সীমান্তে চলে গেলেন দাউদ। নিজের নির্বাচনি প্রচারের সময় দাউদকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মোদী। ক্ষমতায় আসার পর মোদী ১৯৯৩ মুম্বই হামলার মূল অভিযুক্ত দাউদের পিছনে পড়তে পারেন বলে মনে করছে ইন্টালিজেন্স ইউনিট।
দাউদের আশঙ্কা ওসামা বিন লাদেনের মতো কমান্ডো অপারেশনে তাঁকেও মেরে ফেলতে পারে মোদী সরকার। তাঁর জেরেই পাক-আফগান সীমান্তে সরে যাওয়ার পর তাঁর নিরাপত্তা বাড়ানোর জন্যও পাকিস্তানের আইএসআই-এর কাছে আবেদন করেছেন দাউদ। শুধু দাউদ নন, মুম্বই ছেড়েছেন তাঁর শাগরেদরাও। এরমধ্যেই মোদীর সঙ্গে দেখা করে দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন আইবির প্রাক্তন ডিরেক্টর অজিত দোভাল।
First Published: Tuesday, May 20, 2014, 14:08