রিপন স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ, গ্রেফতার ৩

রিপন স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ, গ্রেফতার ৩

রিপন স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ, গ্রেফতার ৩রিপন স্ট্রিটে গাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় মৃতের দাদা সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃত ৩ ব্যক্তির নাম শেখ সাব্বির, জামসেদ আলম, আকিল  আনসারি। বুধবার সকালে ১৬/এ রিপন স্ট্রিটে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় শেখ সোয়েব আলম নামে ২২ বছর বয়সী এক যুবকের দেহ।

পরিবারের তরফে জানানো হয়, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন পেশায় কম্পিউটার ব্যবসায়ী সোয়েব। এর পর তাঁর পিকনিক গার্ডেন যাওয়ার কথা ছিল। কিন্তু
তিনি শেষ পর্যন্ত গিয়েছিলেন কি না, তা জানা যায়নি৷ প্রাথমিক অনুমানে পুলিস জানায়, অত্যধিক মদ্যাপান ও গাড়ির কাঁচ বন্ধ থাকায় শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে

সোয়েবের। কিন্তু বাড়ির লোকের অভিযোগ, শোয়েবকে খুন করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷ ঠিক কী কারণে যুবকের মৃত্যু হল তা জানতে মঙ্গলবার রাতে যেসব বন্ধুদের সঙ্গে সোয়েব বেরিয়েছিল তাঁদের জিজ্ঞাসাবাদও করছে পুলিস।







First Published: Wednesday, April 18, 2012, 18:58


comments powered by Disqus