Last Updated: October 20, 2011 20:45

বৃহস্পতিবার ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন কালিকাপুরে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করেন বনকর্মীরা। চিতাবাঘ দুটির গলায়, ঘাড়ে ও পেটে নখের আঁচড়ের দাগ রয়েছে। এ ছাড়া অকুস্থলে বিক্ষিপ্ত ভাবে কিছু লোম পড়ে থাকতে দেখা গিয়েছে। উদ্যান সংলগ্ন এলাকায় তৃতীয় আরেকটি চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বনদফতর। উদ্ধারের পর দেহদুটির ময়নাতদন্ত হয়। নিজেদের মধ্যে মারামারি করেই চিতা বাঘদুটির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে।
First Published: Friday, October 21, 2011, 09:18