বুধবার শেষ হচ্ছে অস্ত্রসংবরণের সময়সীমা, Deadline for Maoists end

বুধবার শেষ হচ্ছে অস্ত্রসংবরণের সময়সীমা

বুধবার শেষ হচ্ছে অস্ত্রসংবরণের সময়সীমামাওবাদীদের তরফে ইতিমধ্যে বেশকিছু প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে মধ্যস্থতাকারীদের। সরকারের তরফেও মাওবাদীদের প্রতি অনাস্থা প্রকাশ করে অভিযানে গুরুত্ব দেওয়া হয়েছে। এই অবস্থায় মধ্যস্থতাকারীদের অবস্থান জানতে সরাসরি গোয়েন্দাদের নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত রিপোর্টও সরকারের হাতে এসেছে। অন্যদিকে আজই শেষ হতে চলেছে মাওবাদীদের দেওয়া অস্ত্রসংবরণের সময়সীমা।

First Published: Wednesday, November 2, 2011, 23:33


comments powered by Disqus