বড়দিনের জলসায় গোলমাল থামাতে গিয়ে মৃত্যু বেনিয়াপুকুরে, উঠছে খুনের অভিযোগ

বড়দিনের জলসায় গোলমাল থামাতে গিয়ে মৃত্যু বেনিয়াপুকুরে, উঠছে খুনের অভিযোগ

বেনিয়াপুকুরে বড়দিনের জলসায় গোলমাল থামাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়েছে বেনিয়াপুকুর থানায়। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় দুই যুবককে গ্রেফতার হলেও একজনকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

জলসায় পছন্দের গান বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দুটি দলের মধ্যে বচসা। বড়দিনের সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠেছিল বেনিয়াপুকুরের সুন্দরী মোহন স্ট্রিট। পাড়ারই বাসিন্দা অজিত সাহা বচসা মেটাতে উদ্যোগী হন বলে দাবি তাঁর পরিবারের। অভিযোগ, সে সময় তাঁকে ধাক্কা মারা হয়। রাস্তায় পড়ে গেলে অজিত সাহাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয় অজিত সাহাকে। শুক্রবার মৃত্যু হয় তাঁর। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, অজিত সাহাকে কেউ ধাক্কা মারেনি। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে নিজে থেকেই পড়ে যান। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিস। দুজনকে গ্রেফতার করা হলেও একজনকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। অজিত সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

First Published: Saturday, December 28, 2013, 22:50


comments powered by Disqus