Last Updated: March 2, 2012 11:19

এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অপরাধে যুবকের মৃত্যুদণ্ড ঘোষণা করল বর্ধমান আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক সোমনাথ বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত বুধন বাগদি ওরফে ভুলুর ফাঁসির সাজা ঘোষণা করেন।
২০১১ সালের ২৯ মার্চ বর্ধমানের আউশগ্রামের দারিয়াপুর গ্রামের এক কিশোরী নিখোঁজ হয়। ৩ এপ্রিল গ্রামের একটি পুকুর পাড় থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার করে পুলিস। ধর্ষণ করে খুনের পর কিশোরীর দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে পুলিস তদন্তে জানতে পারে। এরপরই নিগৃহীতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধন বাগদি গ্রেফতার হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর ওই মামলার সাজা ঘোষণা হল বৃহস্পতিবার।
First Published: Friday, March 2, 2012, 11:19