Last Updated: March 26, 2013 16:36

মায়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৪০। মঙ্গলবার একটি সরকারি সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।
গতকাল সেনা ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় আরও আটটি দেহ উদ্ধার করে। চলতি মাসের ২০ তারিখ থেকে মায়ানমারের মেইখটিলাতে দাঙ্গা শুরু হয়। তিনদিন ব্যাপি এই দাঙ্গায় গৃহহীন হয়েছেন আনুমানিক ৯,৬০০ সাধারণ মানুষ।
মায়ানমারের মান্দালয় অঞ্চলের দাঙ্গা বিধ্বস্ত মেইখটিলাতে ইমারজেন্সি জারি করার ফলে আপাতত পরিস্থিতি কিছুটা স্থিথিশীল। সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই অঞ্চলে আপাত শান্তি রয়েছে।
First Published: Tuesday, March 26, 2013, 16:36