Last Updated: April 28, 2013 09:37

গত বুধবার সাভারে নয়তলা বাড়িটি তাসের ঘরের মত ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভেতরে প্রায় সাড়ে তিনহাজার মানুষ ছিলেন বলে মনে করা হচ্ছে। তবে আশার কথা হল শুক্রবারের পর শনিবারও ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশকয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছেনা। কংক্রিট কেটে গর্ত তৈরি করে চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে জীবিত অবস্থায় আটকে থাকা পনেরো জনকে শুকনো খাবার, জল এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও বহু মানুষ নিখোঁজ। শনিবার বহুতল ভেঙে পড়ার ঘটনায় রানা প্লাজার দুই কারখানা মালিককে গ্রেফতার করেছে পুলিস। তবে বাড়ির মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। তাঁকে গ্রেফতার, নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিসহ দশদফা দাবির ভিত্তিতে দোসরা মে দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলি। এর পাশাপাশি ২৮, ২৯ এবং ৩০ তারিখ দেশজুড়ে বিক্ষোভ দেখাবে তারা।
First Published: Sunday, April 28, 2013, 09:37