Last Updated: July 12, 2014 11:40

আরও উত্তপ্ত হয়ে উঠল গাজা পরিস্থিতি। ইসরাইলের বোমারু বিমান হানায় শনিবার সাত প্যালেস্তাইনির মৃত্যু হল। এই নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে পাঁচ দিনে প্রাণ হারালেন ১১২ জন। মৃতেরা প্রত্যেকেই প্যালেস্তাইনের অধিবাসী। উত্তর গাজার জেবালিয়াতে প্রাণ হারিয়েছেন ৪জন। দক্ষিণে মারা গেছেন আরও ২জন। গাজা শহরে মিলিটারি হানায় প্রান হারিয়েছে ১৭ বছরের এক কিশোর।
চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে ইসরায়েল `Operation Protective Edge`-এর নামে হামলা চালাতে শুরু করে প্যালেস্তাইনের উপর। তাদের দাবি ছিল গাজা সীমান্তে জঙ্গি দের রকেট হানা বন্ধ করতেই তারা এই অপরেশনে বাধ্য হয়েছে।
এখনও পর্যন্ত এক জনও ইসরাইলবাসীর প্রাণ হানির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার প্যালেস্তাইনের পালটা হানায় এক সৈনিক সহ দুই ইসরাইল বাসী আহত হয়েছেন।
First Published: Saturday, July 12, 2014, 11:40