Last Updated: May 7, 2013 17:07

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ শাহরুখ খান যাতে কোনওমতেই ঢুকতে না পারেন তার জন্য প্রস্তুত এমসিএ। এদিক শোনা যাচ্ছে কিং খান ছদ্মবেশে ওয়াংখেড়েতে ঢুকবেন। ফিল্মি জীবনে অনেকবার ছদ্মবেশ নিয়েছেন শাহরুখ। এবার বাস্তব জীবনে সেটা করতে হবে কিং খানকে। আচ্ছা বলুন তো শাহরুখের আজ কী ছদ্মবেশী পোশাক পরা উচিত। নাকি `অশোকা`, `রা-ওয়ান` কিংবা ডন টু-র মতো নতুন কোনও অবতার নেওয়া উচিত।
কিন্তু চারদিকে পুলিসের চোখ, এমসিএ কর্তাদের অভিমান উপেক্ষা করে মাঠে কী হাজির হবেন। আপনি জানান শাহরুখ ঢুকবেন কী করে, কারণ ডন কো পাকরনা নামুমকিন হে।
নীচে লিখুন আপনার মতামত।
First Published: Tuesday, May 7, 2013, 17:07