Last Updated: May 18, 2013 13:46

আজ ফের আদালতে পেশ করা হল সুদীপ্ত সেন, অরবিন্দ সিং চৌহানকে। সুদীপ্ত সেনের জেল হেফাজতের আর্জি জানান হল বিধাননগর পুলিসের পক্ষ থেকে। অসুস্থ হয়ে পড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দেবযানী মুখোপাধ্যায়কে।
গতকালই শেষ হয়েছে সারদাকাণ্ডে ধৃত তিনজনের পুলিস হেফাজতের মেয়াদ। মনে করা হচ্ছে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে সম্ভবত আর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে না বিধানননগর পুলিস। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিস আজ ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।
First Published: Saturday, May 18, 2013, 13:46