Last Updated: May 20, 2013 12:05

আজ আদালতে পেশ করা হবে দেবযানী মুখার্জিকে। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানীকে শনিবারই বিধাননগর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তাঁকে সেদিন আদালতে পেশ করা সম্ভব হয়নি।
শনিবার সকালে বমি, পেট ব্যথা, ডিহাইড্রেশন এবং ইউরিনের সমস্যা নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি হন সারদার সেকেন্ড ইন কমান্ড দেবযানী মুখার্জি। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সকালে হাসপাতাল থেকে দেবযানীকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই দেবযানীকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আজই নিউটাউন থানায় সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিসের বিশেষ টিম।
First Published: Monday, May 20, 2013, 12:05