Last Updated: April 14, 2014 13:34

বারানসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশের খবর উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছিল মোদীর বিরুদ্ধে ভোটে লড়তে ইচ্ছুক প্রিয়ঙ্কা। দল নাকি তাঁর ইচ্ছের আমোল দেয়নি।
সোমবার সেই খবর উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা। একটি নিউজ চ্যানেলকে প্রিয়াঙ্কা জানিয়েছেন তিনি বরাবরই মা ও ভাইয়ের কেন্দ্রের জন্যই ভেবেছেন। তবে সেই সঙ্গে এটাও জানিয়েছেন যদি তিনি ভোটে লড়তে চান তবে দল তাকে আটকাতে পারবে না। তিনি বলেন, যদি আমি ভোটে লড়তে চাই আমার মা, ভাই ও স্বামী আমাকে পূর্ণ সমর্থন জানাবেন। ভোটে না লড়ার সিদ্ধান্ত আমার নিজের। যেদিন মনে হবে সেদিন সিদ্ধান্ত বদল করব।
First Published: Monday, April 14, 2014, 13:34