Last Updated: December 10, 2013 22:37
ডাকাতি করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। দেখে ফেলে এলাকার মানুষজন। ধরতে যেতেই সোজা গুলি। আজ ভোরবেলা এই ঘটনা ঘটেছে নৈহাটির হাজিনগর এলাকায়। ডাকাতদলের গুলিতে আহত হয়েছেন দু-জন। ভোর পাঁচটা নাগাদ মোহনলাল সাউয়ের সোনার দোকানে হানা দেয় ১০-১২ জনের দুষ্কৃতীদল। লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না লুঠ করে পালাচ্ছিল তারা।
এইসময় স্থানীয় বাসিন্দা দীপক জয়সওয়ালের নজরে আসে বিষয়টি। তিনি ছুটে যেতেই তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর পায়ে লাগে। গুলির আওয়াজ শুনে আশেপাশের লোকজন বেরিয়ে পড়েন। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে বিকাশ সাউ নামে একজনের হাতে গুলি লেগেছে। ভোজালি দিয়ে কোপানো হয় রাজকুমার সাউ নামে আরেক ব্যক্তিকে। দুষ্কৃতীদের কাউকেই ধরা যায়নি। আহত তিনজন কল্যানীর জেএনএম হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানা।
First Published: Tuesday, December 10, 2013, 22:37