Last Updated: October 29, 2012 19:04

কলকাতা শহরে ফের রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। লেনিন সরণীর একটি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির পচাগলা দেহ। মৃত ব্যক্তির নাম ইষা খান।
লেনিন সরণীর বাসিন্দা বছর সাঁইত্রিশের ওই ব্যক্তি গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। সোমবার সকালে সাফাই করার সময় ওই সিনেমা হলের দোতলার একটি ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ইষা খানের প্রতিবেশী ও বন্ধুরা মৃতদেহ সনাক্ত করেন।
ঘটনাস্থলে পৌঁছয় নিউমার্কেট থানার পুলিস। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
First Published: Monday, October 29, 2012, 19:04