`Deep-rooted conspiracy against me`: Justice Swatenter Kumar on sexual harassment allegations

ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার বিচারপতি স্বতন্ত্র কুমারের

ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার বিচারপতি স্বতন্ত্র কুমারেরঅভিযোগ অস্বীকার ইন্টার্নের যৌন হেনস্থায় অভিযুক্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমার। গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ তাঁর।

অশোককুমার গাঙ্গুলির পর এবার স্বতন্ত্র কুমার। সুপ্রিম কোর্টের এই অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ইন্টার্ন হিসাবে কাজ করার সময় যৌন হেনস্থার অভিযোগ আনলেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি।

অভিযুক্ত বিচারপতির সাফাই, "উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইন্টার্নের গল্পটি বানানো হয়েছে।" লিগাল নোটিশে বলা হয়েছে, মাত্র ৩ দিন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কাজ করেছিলেন অভিযোগকারী ইন্টার্ন। কিন্তু সংবাদমাধ্যমের বয়ান অনুযায়ী, ৩ দিন নয় টানা ১ মাস তাঁর সঙ্গে কাজ করেছিলেন ওই শিক্ষানবিস।

সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সংবাদ মাধ্যমকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। না হলে মানহানির মামলা করার কথাও ভাবছেন তিনি।

First Published: Sunday, January 12, 2014, 14:53


comments powered by Disqus