Last Updated: February 2, 2014 13:54

প্রধানমন্ত্রীর অনুরোধে অনশন প্রত্যাহার করতে পারেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করে অনশন ভাঙবেন দীপা। রায়গঞ্জে এইমস এর ধাঁচে হাসপাতাল গড়ার দাবিতে গত তিন দিন ধরে অনশন করছিলেন দীপা।
কলকাতায় এসে অনশন তুলে নিতে দীপা দাশমুন্সিকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ রাজভবন থেকে দীপা দাশমুন্সির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, রায়গঞ্জে যাতে এইমস হয় তার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর ফোনের পরই অনশন তোলার সিদ্ধান্ত নেন দীপা দাসমুন্সি।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। এদিনই রাজভবনে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাজ্যে মহিলাদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনার অভিযোগ করেন।
রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপার্সনকে পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্র, মানস ভুঁইঞা, আবদুল মান্নান। ছিলেন এআইসিসি নেতা শাকিল আহমেদ খান।
First Published: Sunday, February 2, 2014, 13:54