Last Updated: October 29, 2012 14:24

কেন্দ্র ও রাজ্যের যৌথ সহযোগিতাতেই উন্নয়ন সম্ভব। রাজ্য সরকার উন্নয়নে সহযোগিতা না করলে মানুষই তার বিচার করবেন। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে এভাবে রাজ্য সরকারের সমালোচনা করলেন দীপা দাশমুন্সি। একইসঙ্গে ত্রিফলা আলো বিতর্ক থেকে শুরু করে কলকাতা পুরসভার যাবতীয় দুর্নীতির তদন্ত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দীপা।
কংগ্রেসের সমালোচনা করার কোনও অধিকার নেই তৃণমূল কংগ্রেসের। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন মানস ভুঁইঞা। তাঁর বক্তব্য, অনৈতিকভাবে ইউপিএ ছাড়ার সময় ন্যূনতম সৌজন্য দেখায়নি তৃণমূল। তাই তাদের সমালোচনারও অধিকার নেই।
এদিকে, হলদিয়া বন্দরে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানালেন কংগ্রেস নেতা মানস ভুঁইঞা। তাঁর অভিযোগ, যেভাবে শনিবার পন্য খালাস সংস্থার তিন কর্তাকে প্রথমে অপহরণ ও পরে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে, তা এই রাজ্যের শিল্পায়নের পক্ষে ক্ষতিকর। এর ফলে শিল্পমহলের কাছে ভুল বার্তা পৌঁছবে বলে মনে করেন মানস ভুঁইঞা।
First Published: Monday, October 29, 2012, 14:24