হৃত্বিক শিব, দীপিকা সতী!

হৃত্বিক শিব, দীপিকা সতী!

হৃত্বিক শিব, দীপিকা সতী!শিবরাত্রির শুভসকালেই এল খবরটা। অমিশ ত্রিপাঠির লেখা বই ` ইমমর্টালস অফ শিবা` থেকে যে সিনেমা তৈরি হতে চলেছে তাতে ভগবান শিবের ভূমিকায় অভিনয় করবেন হৃত্বিক রোশন। এটা আগেই ঠিক ছিল। তবে `শুদ্ধি` নামের এই সিনেমায় সতীর ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল।

অবশেষে সেই ধোঁয়াশা কাটার পথে। শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকেই সতীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে দীপিকার হাতে এখন অনেক কাজ। তাই তিনি এখনও পাকা কথা দেননি। ছবির পরিচালক করণ মালহোত্রা অবশ্য দীপিকার বদলে করিনা কাপুরকে সতীর ভূমিকায় নিতে রাজি। সতীর লড়াইয়ে দীপিকাই এগিয়ে রয়েছেন বলে খবর।

চলতি বছরের নভেম্বরে সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা বলে আমাদের জানালেন পরিচালক করণ মালহোত্রা।

First Published: Sunday, March 10, 2013, 11:33


comments powered by Disqus