Last Updated: February 17, 2014 22:06

গত সপ্তাহে টানা ৩০ ঘণ্টা কাজ করেছেন। আর তাতেই অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা পাডুকোন। আবহাওয়া পরিবর্তনের কবলে পড়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন দীপিকা। কিন্তু ওষুধ খেয়েই কাজ চালাচ্ছিলেন। অবশেষে এবারে একেবারে বিছানা থেকেই উঠতে পারছেন না তিনি।
কেরিয়ারের সেরা সময়ে রয়েছেন এখন পাডুকোন কন্যা। গত বছরে চারটে সুপারহিটের পর পরিচালক, প্রযোজকরা এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সঠিক সময়ে সেটে পৌছনো থেকে কাজ শেষ করা সবকিছুই নিখুঁত ভাবে করেন দীপিকা। টানা ১ ৬ ঘণ্টা হ্যাপি নিউ ইয়ার ছবির সেটে কাজ করে সোজা অ্যাওয়ার্ড ফাংশানে নিজের পারফরম্যান্সের জন্য ছুটেছেন দীপিকা। অনুষ্ঠানের আগে দলের সঙ্গে রিহার্সালও করেন তিনি। শুক্রবার গভীর রাত পর্যন্ত কাজ করার পর শনিবার থেকেই অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা। ধুম জ্বর, সঙ্গে শারীরিক দুর্বলতা। সারাদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সক।
সূত্রে খবর, দীপিকা কখনই চিকিত্সকের পরামর্শ মানেন না। ওষুধ খেয়ে শুটিং করতে চলে যান। কিন্তু এবারে সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দীপিকার মুখপাত্রও একই কথা জানিয়েছেন।
First Published: Monday, February 17, 2014, 22:06