Last Updated: August 21, 2013 21:55

বহুদিন ধরেই চলছে চাপা উত্তেজনা। কার ভাগ্যে ছিঁড়তে চলেছে শাহরুখের বিপরীতে হ্যাপি নিউ ইয়ারের শিকে? শোনা গিয়েছিল ছবিতে শাহরুখের বিপরীতে থাকতে পারেন ক্যাটরিনা কাইফ। তবে সকলকে পিছনে ফেলে দিয়ে শেষমেশ হ্যাপি নিউ ইয়ার জিতে নিলেন দীপিকা পাডুকোন। আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে শুটিং।
এই বছরে এরমধ্যেই রেস টু আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মত সুপারহিট ছবি দিয়েছেন দীপিকা। চেন্নাই এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে তাঁর রসায়নও বক্সঅফিস নাড়িয়ে দিয়েছে। তাই ওম শান্তি ওমের জুটিকেই আবার হ্যাপি নিউ ইয়ারে ফিরিয়ে আনলেন ফারহা খান। দীপিকার সঙ্গে পাল্লা দিয়েছিলেন ক্যাটরিনা, প্রিয়াঙ্কা ও নবাগতা অঙ্কিতা লোখান্ডে। দীপিকা ছাড়াও ছবিতে থাকবেন অভিষেক বচ্চন ও বোমান ইরানি।
এর আগে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির দৌড়েও অনুষ্কা, ক্যাটরিনাকে পিছনে ফেলে দিয়েছিলেন দীপিকা।
First Published: Wednesday, August 21, 2013, 21:55