Last Updated: August 25, 2013 16:36

তিরন্দাজিতে বিশ্বসেরা হল ভারতের মহিলা দল। রবিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন দীপিকা কুমারীরা। রিকার্ভ বিভাগে ভারতীয় মহিলা দলে দীপিকা কুমারীর সঙ্গে দলে ছিলেন লাইশরাম বোম্বাইলা দেবী এবং রিমিল বুরিয়া। টানটান উত্তেজনার ফাইনালে দীপিকারা জিতলেন ২১০-২০৫ ফলে। পোলান্ডের রোক্লাওয়ে এই ফাইনাল বেশ উত্তেজক জায়গায় চলে গিয়েছিল। সেখান থেকে দীপিকারা নার্ভ ধরে রেখে বিশ্ব তিরন্দাজির সবচেয়ে বড় শক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন। প্রতিযোগিতায় ভারতীয় দল ছিল ৬ নম্বর বাছাই, সেখান কোরিয়ান মহিলা দল ছিল শীর্ষ বাছাই। গতবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। ইন্দোনেশিয়া, মেক্সিকো, ও ডেনমার্ককে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।
First Published: Sunday, August 25, 2013, 16:44