Last Updated: February 5, 2012 21:46

চারদিন শুটিংয়ের পর শুটিং ডেটের সমস্যার জন্য ছবিতে আর অভিনয় করবেন না বলেই জানালেন বলি-দুনিয়ার ডাস্কি বিউটি দীপিকা পাডুকোন। `রেস টু`-এর শুটিং করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হতে হয় পরিচালক রমেশ তাওরানিকে।
সোনাক্ষী সিনহার পর এবার দীপিকা হাই প্রোফাইল ছবিতে কাজ করবেন না বলে জানালেন। দীপিকা জানান অনবরত শুটিং ডেট পরিবর্তনের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। `রেস টু`-তে অভিনয় করছেন সইফ আলি খান, জন আব্রাহাম, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, জ্যাকলিন ও আমিসা প্যাটেল। মাল্টিস্টারার ছবি হওয়ার জন্যই শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অয়ন মুখার্জির ছবির শুটিং একই সময় চলার কারণে দীপিকার পক্ষে বার বার নিজের শুটিং ডেট পরিবর্তন সম্ভব হয়নি। সেই কারণেই ৪ দিন ছবির শুটিং করার পরই দীপিকা জানিয়ে তিনি অভিনয় করবেন না `রেস টু`-তে।
First Published: Sunday, February 5, 2012, 21:46