Last Updated: March 12, 2013 11:51

গলায় দড়ি দেওয়াতেই প্রাণ গিয়েছে রাম সিং-এর। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে এই কথা জানানো হয়েছে।
রিপোর্টে আরও জানান হয়েছে রাম সিং-এর দেহে কোনও মৃত্যু-পূর্ব আঘাতের (অ্যান্টেমর্টেম ইনজুরি) চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সময় সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটার মধ্যে।
দিল্লির এইমসে ময়না তদন্ত করা হয়। এর পরেই পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়ার কথা।
সোমবার সকালে তিহাড় জেল থেকে রাম সিং-এর দেহ উদ্ধারের পর প্রথমিক ভাবে একে আত্মহত্যা বলা হয়। কিন্তু এর পরেই রাম সিং-এর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে থাকে। সরকার এবং জেল কর্তৃপক্ষ এই মৃত্যু নিয়ে মুখে কুলুপ আঁটায় বিতর্ক ঘনীভূত হয়।
গতকালই তার পরিবার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। তাঁদের অভিযোগ খুন করা হয়েছে রাম সিংকে।
সোমবারই সকাল পৌনে ৬টায় তিহাড় জেলের ৩ নম্বর সেল থেকে ৩৫ বছরের রাম সিং-এর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জেলের ১৫X১২ মাপের সেলের ৮ ফুট উঁচু গ্রিলের ছাদ থেকে বিছানার চাদরের সাহায্যে তার দেহ ঝুলেছিল।
গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর কুখ্যাত গণধর্ষণের একদিন পরেই মূল অভিযুক্ত রাম সিংকে গ্রেফতার করে পুলিস।
First Published: Tuesday, March 12, 2013, 14:46