Last Updated: January 22, 2013 09:09

দিল্লি গণধর্ষণকাণ্ডের মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে স্থানান্তরিত হলেও, সেখানেও বিচার পর্ব চলবে রুদ্ধদ্বারেই। সোমবার পাঁচ অভিযুক্তকে তিহার জেল থেকে বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে জনরোষ এড়াতে অন্যতম অভিযুক্ত মুকেশের বিচার দিল্লির বাইরে স্থানান্তরের আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লি গণধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত মুকেশের বিচার হবে দিল্লির বাইরে। দিল্লির সাধারণ মানুষের আবেগ ও মানসিকতা মুকেশের বিরুদ্ধে রয়েছে। সেকারণে দিল্লিতে তাঁর বিরুদ্ধে বিচার চালালে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। এই মর্মে দিল্লির বাইরে বিচারকে স্থানান্তরিত করার আর্জি জনান মুকেশের আইনজীবী। সোমবার সেই আর্জিতে সম্মতি জানায় সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবীর এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সম্ভবত দক্ষিণ ভারতের কোনও শহরে মামলাটিকে স্থানান্তরিত করা হবে। গণধর্ষণের ঘটনার পর দেশ জুড়ে যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তা স্বাভাবিক ও যুক্তিসংগত বলেও মন্তব্য করেন আলতামাস কবীর।
শুনানি চলাকালীন সোমবার ফাস্ট ট্র্যাক কোর্টের বাইরে বিক্ষোভ দেখান মহিলারা।
First Published: Tuesday, January 22, 2013, 10:58