Last Updated: June 11, 2013 15:12

সুড়ঙ্গে বিপদ। সুড়ঙ্গের মধ্যে আচমাকাই স্তব্ধ দিল্লির লাইফ লাইন। আতঙ্কে যাত্রীরা। সকাল ৯টা ৩০ মিনিটে ব্যস্ত সময়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও উদ্যোগ ভবন স্টেশনের মাঝে বিকল হয়ে যায় মেট্রোর একটি রেক। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে একে একে বের করে আনা হয় আটকে পড়া যাত্রীদের।
মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, সকল যাত্রীরা সুস্থ রয়েছেন। তবে আগামী কয়েক ঘণ্টা মেট্রো পরিষেবা বিলম্বে চলবে বলে জানিয়েছন তাঁরা। বিকল হওয়া ট্রেনটি সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে গুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। যাত্রীক ত্রুটির কারণেই এই বিপত্তি হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কতৃপক্ষ। বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ বিকল রেকটিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।
প্রতিদিন লক্ষাধিক দিল্লিবাসী যাতায়াতের মাধ্যম হিসাবে মেট্রোকেই বেছে নেন। বিশেষ করে নয়ডা কিংবা গুরগাঁওয়ের মতো শহরতলীতে কাজ করা দিল্লি শহরবাসীরা মেট্রোকেই বেছে নেন। ফলে দিনের ব্যস্ত সময়ে লাইফ লাইন স্তব্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন বহু যাত্রী।
First Published: Tuesday, June 11, 2013, 16:07