Last Updated: March 2, 2013 18:14

দিল্লি মিউনিসিপ্যালিটি স্কুলের ৭ বছরের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রিন্সিপাল সহ পাঁচজনকে সাসপেন্ড করা হল। এর আগে এই ঘটনায় ২০০ জনকে জেরা করে দিল্লি পুলিস। শনিবার দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার বি এস জয়সওয়াল এই কথা জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের স্কেচ তৈরি করছে পুলিস। স্কুলের শিক্ষাকর্মীদেরও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। দুজন শিক্ষক, দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিগৃহীতা শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাকে গতকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এখন বাড়তেই আছে। বৃহস্পতিবার স্কুলে মিডডে মিলের সময় স্কুলেই ধর্ষিত হয় শিশুটি। ঘটনার পর তাকে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। তাঁদের সামলাতে লাঠি চালায় পুলিস। সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য ১৭ জনকে গ্রেফতার করা হয়।
First Published: Saturday, March 2, 2013, 18:45