চলছে দিল্লি পুরভোট

চলছে দিল্লি পুরভোট

চলছে দিল্লি পুরভোটদিল্লি পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। আরও উন্নতমানের পুর পরিষেবা দেওয়ার লক্ষ্যে দিল্লি পুরসভাকে পূর্ব, উত্তর ও দক্ষিণ-- এই ৩ ভাগে ভাগ করা হয়েছে।

৩টি পুরসভারই নির্বাচন একইসঙ্গে হচ্ছে। ৩টি পুরসভার ২৭২টি ওয়ার্ডে ২,৪২৩ জন প্রার্থীর এদিন ভাগ্য নির্ধারণ হবে। বৈধ ভোটদাতার মোট সংখ্যা প্রায় ১ কোটি ১৫ লক্ষ। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১৩৮। মঙ্গলবার ভোটগণনা। অবিভক্ত দিল্লি পুরবোর্ডে বিজেপি কাউন্সিলরের সংখ্যা ১৬৪। কংগ্রেসের ৬৭ ও বিএসপির ১৭ জন কাউন্সিলর রয়েছেন।

২০১৩-এ বিধানসভা ভোটের আগে দিল্লিতে এটাই শেষ নির্বাচনী প্রক্রিয়া। তাই বিধানসভা ভোটের আগে পুরভোটের ফল থেকে রাজধানীর ভোটারদের মর্জি অনেকটাই আন্দাজ করা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 






First Published: Sunday, April 15, 2012, 14:37


comments powered by Disqus