Last Updated: September 9, 2012 23:37

খোদ মেয়রের ওয়ার্ডে রবিবার ডেঙ্গিতে মৃত্যু হল একজনের। মৃত অসীম বিশ্বাস বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সোদপুরের বাসিন্দা ফুটবলার রঞ্জিত হালদারেরও। এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। কলকাতায় এই সংখ্যা ২৪। যদিও সরকারি হিসেব বলছে রাজ্যে মৃতের সংখ্যা পাঁচ। ডেঙ্গি নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে ফের অভিযোগ করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রবিবার বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা অসীম বিশ্বাসের মৃত্যু হয় ডেঙ্গিতে। যোধপুর পার্ক এলাকার একটি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি ছিলেন অসীমবাবু। এসওয়ান অ্যান্টিজেন পরীক্ষায় রক্তে ডেঙ্গি ভাইরাস মিলেছিল বলে নার্সিংহোম সূত্রে খবর।
রবিবার মৃত্যু হয়েছে ফুটবলার রঞ্জিত হালদারের। পানিহাটির মোল্লাহাটের বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পাঁচদিন আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার সেখানে মৃত্যু হয় তাঁর। একসময় বিএনআর-এর হয় ফুটবল খেলতেন রঞ্জিতবাবু। প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি গোল করেন তিনি। সম্প্রতি শ্যামনগর সবুজ সঙ্ঘ ক্লাবে সই করেছিলেন। রবিবার রাতে তাঁর দেহ বাড়িতে নিয়ে আসার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়।
ডেঙ্গিতে মৃত্যু হয়েছে আটষট্টি বছরের নুর মহম্মদ মোল্লারও। সাতদিন আগে জ্বর নিয়ে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি হন বজবজের সন্তোষপুর গ্রামের এই বাসিন্দা। চারদিন পর, শুক্রবার তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার রাতে মৃত্যু হয় নুর মহম্মদের। ডেঙ্গি শক সিনড্রোমের কারণেই নুর মহম্মদের মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। নুর মহম্মদের চিকিতসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁর আত্মীয়েরা।
First Published: Monday, September 10, 2012, 11:01