ডেঙ্গি নিয়ে নিরুদ্বেগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গি নিয়ে নিরুদ্বেগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গি নিয়ে নিরুদ্বেগে স্বাস্থ্য প্রতিমন্ত্রীডেঙ্গি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়নি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ একথা জানিয়েছেন। ডেঙ্গি মোকাবিলায়, মশার বংশবৃদ্ধি রুখতে পুরসভাগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একইসঙ্গে সাধারণ রাজ্যবাসীকে তাঁর পরামর্শ, জ্বর হলে অবিলম্পে ডাক্তার দেখান।

অন্যদিকে, ক্রমশ ছড়াচ্ছে ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী ৭ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৪। তবে এখনও মৃত্যুর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি। জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

ডেঙ্গি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ লুকিয়ে রাখেননি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও, এখনই আতঙ্কিত হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন তিনি। 

ডেঙ্গি মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে মশা নিয়ন্ত্রণে। জমা জলের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পুরসভাগুলিতে। প্রয়োজন নাগরিক সচেতনতাও। সাধারণ মানুষকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পরামর্শ, জ্বর হলেই অবিলম্বে ডাক্তার দেখান।    

সরকারি হাসপাতালের পাশাপাশি, বেসরকারি ক্লিনিকগুলিতে রক্তপরীক্ষা করাচ্ছেন অনেক মানুষ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেই সংক্রান্ত তথ্য সবসময় রাজ্য সরকারের কাছে আসছে না। তাই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কাও রয়ে গিয়েছে।   

First Published: Saturday, August 11, 2012, 16:32


comments powered by Disqus