Last Updated: January 16, 2013 21:53

৯ ডিসেম্বর আই লিগের ডার্বিটাই ভারতীয় ফুটবলকেই নাড়িয়ে দিয়েছিল। সেই ডার্বিতে নিরাপত্তার অজুহাতে দল তুলে নেওয়ায় আই লিগ থেক দু বছরের নির্বাসন করা হয়েছিল মোহনবাগানের। অনেক নাটকের পর নির্বাসন কাটিয়ে সেই ৯ তারিখেই আবার আই লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে মোহনবাগান। বিতর্কিত ডার্বি ম্যাচের ঠিক দুমাস পর ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান৷ ৯ ফেব্রুয়ারি এবারের ডার্বি অবশ্য খাতায় কলমে মোহনবাগানের হোম ম্যাচ।
আগামী রবিবার আই লিগে ফের মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ গোয়ার সালগাঁওকর। নয়ই ফেব্রুযারি হবে আই লিগের ফিরতি ডার্বি।
বুধবার আই লিগে মোহনবাগানের নতুন ক্রীড়াসূচি প্রকাশ করা হল--
আই লিগে মোহনবাগানের ম্যাচ--
২০ জানুয়ারি-- সালগাওকর
২৪ জানুয়ারি-- ইউনাইটেড সিকিম৷
২৭ জানুয়ারি-- প্রয়াগ ইউনাইটেড
১ লা ফেব্রুয়ারি-- ওএনজিসি
First Published: Wednesday, January 16, 2013, 21:56