Last Updated: October 13, 2012 18:14

গত বৃহস্পতিবার জার্মানি থেকে দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে নিয়ে আসা হয় কিম নামের একটি স্নো লেপার্ডকে। নতুন এই সদস্যকে আনার ফলে দার্জিলিং চিড়িয়াখানায় মোট স্নো লেপার্ডের সংখ্যা দাঁড়াল ন`টি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্য লেপার্ডগুলির সঙ্গে এই লেপার্ডটির প্রজনন ঘটনো হবে। কিন্তু তার আগে এক মাস নতুন লেপার্ডটিকে পর্যবেক্ষণে রাখা হবে।
নতুন অতিথি পেয়ে খুশির হাওয়া চিড়িয়াখানার কর্মীদের মধ্যে। বাদ যাননি পর্যটকরাও। আড়াই বছরের `কিম`কে দেখতে খাঁচার সামনে ভিড় জমাচ্ছেন তাঁরাও।
First Published: Saturday, October 13, 2012, 18:14