Last Updated: December 4, 2011 09:19

প্রয়াত হলেন চিত্রাভিনেতা দেব আনন্দ। লন্ডনে চিকিত্সার জন্য গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত চিত্রাভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। লন্ডনেই হবে শেষকৃত্য।
১৯৪৬ সালে হাম এক হ্যায় ছবিতে প্রথম আত্মপ্রকাশ দেব আনন্দের। ১৯৪৭ মুক্তি পায় জিদ্দি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। কালা পানি, গাইড, জুয়েল থিফ, সিআইডি, জনি মেরা নাম সহ অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ভূষিত হয়েছেন পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সহনানা পুরস্কারে। অসংখ্য ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রায় ৩৫ ছবি প্রযোজনা করেছেন দেব আনন্দ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল।
First Published: Sunday, December 4, 2011, 14:12