Last Updated: December 8, 2011 20:49

শনিবার লন্ডনের পাটনি ভ্যালিতে দেব আনন্দের শেষকৃত্য সম্পন্ন হবে। স্থানীয় ক্রেমেটরিয়ামে সকাল ১১ টা ৪০ মিনিটে শেষকৃত্য আরম্ভ হবার কথা।
এতদিন জল্পনা চলছিল দেব আনন্দের শেষকৃত্য ভারতে হবে কি না সেই বিষয়ে। কেন্দ্রীয় সরকার তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে তাঁরা চাইলে দেব আনন্দের দেহ মুম্বাইতে আনতে পারেন। কিন্তু দেবসাহেবের স্ত্রী কল্পনা কার্তিক এবং মেয়ের লন্ডন যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল তাঁর পরিবার। বুধবার স্ত্রী ও কন্যা দেবসাহেবের পুত্র সুনীল আনন্দের সাথে লন্ডনে মিলিত হন। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় শেষ কাজ লন্ডনেই করা হবে।
শেষকৃত্যের পর পশ্চিম লন্ডনের কেনসিংটনের ভারতীয় বিদ্যা ভবনে এই ভারতীয় অভিনেতার একটি স্মরণসভাও হবার কথা।
First Published: Thursday, December 8, 2011, 20:49