Last Updated: December 11, 2011 12:53

শ্রদ্ধায়-স্মরণে দেব আনন্দকে চিরবিদায় জানালেন লন্ডনে বসবাসকারী ভারতীয় ও দক্ষিণ এশীয়রা। শনিবার লন্ডনের ভারতীয় বিদ্যাভবন হলে চিরকুমার অভিনেতার কালজয়ী গানগুলি গেয়ে শোনান বলিউডের আজকের দিকপালরা। ব্রিটিশ সাংবাদিকরা চালিয়ে শোনান দেব আনন্দের পুরোনো কিছু ইন্টারভিউ। অনুষ্ঠানস্থল থেকেই দাবি ওঠে চিরযুবক এই অভিনেতার সৃষ্টিগুলি সংরক্ষণের। সুদূর লন্ডনেও বাবার জনপ্রিয়তা দেখে নিজের আবেগ চেপে রাখতে পারেননি দেব আনন্দের ছেলে সুনীল। অনুষ্ঠানের আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
First Published: Sunday, December 11, 2011, 12:53