Last Updated: March 18, 2014 22:28

মেদিনীপুরে তৃণমূলের প্রথম কর্মিসভা। কর্মিসভার যাবতীয় আকর্ষণ একজনকে ঘিরেই। তিনি দেব। দেবের জন্য উন্মাদনা এতটাই চরমে যে পনের হাজার পাস বিলি করেও কুলোতে পারেনি শাসকদল। জায়গা না হওয়ায় তিন কেন্দ্রের নামে কর্মিসভা ডেকেও শেষপর্যন্ত ঝাড়গ্রাম কেন্দ্রের কর্মীদের কোনও প্রবেশপত্র দেওয়া হয়নি।
মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে কর্মিসভা। লোক যা ধরে তার চেয়েও বেশি লোক হাজির। সবাই চান দেবকে একটি বার দেখতে। তাঁর কথা সামনে বসে শুনতে। তারকা প্রার্থী দেবকে ঘিরে মঙ্গলবার দিনভর ছিল বাধভাঙা উচ্ছ্বাস আর উন্মাদনা।
তিন লোকসভা কেন্দ্রের জন্য কর্মিসভা হলেও উপচে পড়া ভিড়ে ঠাঁই হয়নি ঝাড়গ্রামের কর্মীদের। কর্মিসভা হলেও প্রবেশপত্র পেয়েছেন বহু সাধারণ মানুষও।তারফলেও দলের নিচুতলায় একটা ক্ষোভ রয়েছে।
যত দিন যাবে বাড়বে ব্যস্ততা। তাই প্রচারের ফাঁকেই চন্দ্রকোনয়া রাজ চক্রবর্তীর যোদ্ধা ছবির শুটিংও সেরে রাখছেন দেব।
First Published: Tuesday, March 18, 2014, 22:32