Last Updated: August 18, 2013 18:59

রবিবারের সকালে হঠাতই কুমোরটুলিতে হাজির দেব আর কোয়েল। সপ্তমীতে মুক্তি পাচ্ছে নতুন ছবি রংবাজ। পুজোর সময় ছবি রিলিজ। তাই ছবি মুক্তির আগে মায়ের আশীর্বাদ নিতে নায়ক নায়িকার একসঙ্গে কুমোরটুলিতে আসা।
কুমোরটুলি থেকেই সোজা ২৪ ঘণ্টার স্টুডিও। আড্ডা দিলেন। ভাগ করে নিলেন শুটিংয়ের অনেক অজানা গল্পো। খেলেন আখের রসও। টুইটও করেলন দেব, "বহুদিন পর আখের রস উত্তর কলকাতায়।" সুতির কুর্তা, জিন্স, চটিতে দেব লাগছিলেন ষোলোআনা খাঁটি বাঙালি বাবু। সঙ্গে লাল শাড়ি, লাল টিপে কোয়েল।
১০ অক্টোবর মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত রাজা চন্দ পরিচালিত রংবাজ। টানা ৪৫ দিন ধরে ব্যাঙ্ককে শুটিং হয়েছে ছবির। এই প্রথম কোনও বাংলা ছবি এতদিন বিদেশে শুটিং। প্রেমের গল্পোর মধ্যেই এসেছে অ্যাকশন, স্টান্ট। এই প্রথম বাংলা ছবিতে অ্যাকশন পরিচালনা করেছেন অ্যালেন আমিন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিত গাঙ্গুলি।
First Published: Sunday, August 18, 2013, 18:59