দেবের বিতর্কিত মন্তব্য, তদন্তে নির্বাচন কমিশন, অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে খোকাবাবুর

দেবের বিতর্কিত মন্তব্য, তদন্তে নির্বাচন কমিশন, অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে খোকাবাবুর

দেবের বিতর্কিত মন্তব্য, তদন্তে নির্বাচন কমিশন, অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে খোকাবাবুর বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের নজরে ঘাটালের তৃণমূল প্রার্থী চিত্রতারকা দেব। একটি পত্রিকায় ধর্ষণের মত স্পর্শকাতর বিষয় নিয়ে বক্তব্য পেশ করার অভিযোগের তদন্ত করতে ওই পত্রিকার কাছ থেকে সিডি চেয়ে পাঠায় কমিশন। অভিযোগ প্রমাণিত হলে কমিশন দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এমনকী, অভিযোগপ্রমাণিত হলে মহিলাদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য এই টলিউট স্টারের তিন বছরের জেল এবং জরিমানাও হতে পারে।

একটি দৈনিকে দেবের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। মহিলাদের প্রতি দেব অবমাননাকর মন্তব্য করেছেন বলে নির্বাচন কমিশনের অভিযোগ জানায় সিপিআইএমের মহিলা সংগঠন। এর পরেই সেক্ষেত্রে জেলাশাসক পুলিসকে দেবের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিতে পারেন। বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচনের কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন অনুব্রত মণ্ডল, আনিসুর রহমানও।

যদিও পরে নিজের বক্তব্যের জন্য টুইটারে ক্ষমা চেয়ে নেন দেব। "ভোটের উত্তেজনা ধর্ষণের মত, হয় চিত্কার কর নয় উপভোগ কর", এই বক্তব্য নিয়েই ওঠে বিতর্কের ঝড়।

First Published: Friday, March 28, 2014, 10:12


comments powered by Disqus