`রোমিও`র পর দেব এবার `খোকাবোবু` dev now khoababu

'রোমিও'র পর দেব এবার 'খোকাবাবু'

'রোমিও'র পর দেব এবার 'খোকাবাবু'টলিউডের হার্টথ্রব দেব কখনো বলেন `চ্যালেঞ্জ` নিবি না, কখনো বা নিজেই বলেন তিনি ফ্লার্টিং মাষ্টার `রোমিও`। এখন তিনি বলে বেড়াচ্ছেন তিনি নাকি খোকাবাবু।

`পরান যায় জলিয়া রে`র রোমান্টিক জুটি দেব-শুভশ্রীর খোকাবাবু বছরেই শুরুতেই মুক্তি পেতে চলেছে, ১৩ জানুয়ারি। আর এই ছবিতে আমরা দেখতে পাবো দেব- শুভশ্রীর  মিষ্টি রোমান্টিক প্রেমের গল্প। ছবির গান ইতিমধ্যেই রীতিমতো জনপ্রিয় হয়ে গেছে। ছবিটিও একইরকম জনপ্রিয়তা পায় কিনা সেটাই এখন সময়ের অপেক্ষা।





First Published: Wednesday, January 11, 2012, 21:01


comments powered by Disqus